নাসেক নাসেক’ খ্যাত গায়ক অনিমেষের টলিউড সিনেমায় প্লেব্যাকে অভিষেক

অনিমেষ রায় দেশের সঙ্গীত অঙ্গনে বর্তমান প্রজন্মের একজন জনপ্রিয় শিল্পী।কোক স্টুডিও বাংলায় ‘নাসেক নাসেক’ দিয়ে আলোচনায় আসেন অনিমেষ রায়।গত বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে পশ্চিমবঙ্গের ‘ও অভাগী’ সিনেমায় অনিমেষের গাওয়া টাইটেল গান। প্রকাশের দিক থেকে এটিই অনিমেষের প্রথম প্লেব্যাক। এর মাধ্যমে কলকাতার এই সিনেমাতে প্রথম প্লেব্যাক করলেন গঢাকার অনিমেষ রায়।

অনিমেষ রায়
অনিমেষ রায়

অনির্বাণ চক্রবর্তীর লেখা গানটির সংগীতায়োজন করেছেন মৌসুমি চট্টোপাধ্যায়।

নিজের প্রথম প্লেব্যাক নিয়ে অনিমেষ বলেন, ‘কোক স্টুডিও বাংলার সুবাদেই মৌসুমি দিদি আমাকে এই সিনেমায় গাওয়ার প্রস্তাব দেন। আমি সত্যি খুশি, তারা আমার ওপর ভরসা রেখেছেন। সিনেমাটি তৈরি হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ অবলম্বনে। একটি মেয়ের জীবনের সংগ্রাম ও লড়ে যাওয়ার গল্প নিয়ে সিনেমা। এটি যেহেতু টাইটেল ট্র্যাক, তাই গানের কথায় গল্পটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।’

প্রসঙ্গত, অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায় ‘ও অভাগী’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা। আরও অভিনয় করেছেন সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ন ঘোষ, সৌরভ হালদার প্রমুখ। ২৯ মার্চ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

আরও পড়ুন:-শাকিবের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

উল্লেখ্য, ‘ও অভাগী’ সিনেমার আগে সোহেল রানা বয়াতির ‘নয়া মানুষ’ সিনেমায় ‘সোনার মন’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন অনিমেষ। সেই গানটি লিখেছেন সুজন হাজং এবং সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। মুক্তির অপেক্ষায় আছে গানটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *