স্থাপত্য ও শিল্পকলার মেলবন্ধনে নর্থ সাউথে ‘ধ্রুপদ ৬’

বণিক বার্তা অনলাইন

ছবি : এনএসইউ

স্থাপত্য ও শিল্পকলার মেলবন্ধনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল সাংস্কৃতিক আয়োজন ‘ধ্রুপদ ৬’। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ষষ্ঠতম এই সাংস্কৃতিক আয়োজন হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একজন স্থপতি সকল ধরনের শিল্প ও সাংস্কৃতিক সৃষ্টি থেকে অনুপ্রাণিত হয়েই তার স্থাপত্য চর্চা করে থাকেন। এই ভাবনা থেকেই নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এই আয়োজন শুরু করে। অনুষ্ঠানের মূল লক্ষ্য শুধুমাত্র শিক্ষার্থীদের বৈচিত্র্যময় সৃজনশীল ক্ষমতা তুলে ধরা নয় বরং শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়াকে আরো সুদৃঢ় করা, যা তাদের স্থাপত্য চর্চার যাত্রায় সহায়ক হবে।’

শিক্ষার্থীদের চিত্রাঙ্কনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, পরে সংগীত পরিবেশনা, দলীয় নৃত্য, আবৃত্তি, নাটিকা ও ব্যান্ড সংগীতের মাধ্যমে শেষ হয় এ আয়োজন।

এ আয়োজনের দিক নির্দেশনায় ছিলেন স্থাপত্য বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম ও অমিতি কুণ্ডু। স্থাপত্য বিভাগের চেয়ারপারসন নন্দিনী আওয়াল, অন্যান্য বিভাগের পরিচালক, বিভাগীয় প্রধান ও প্রশাসনিক সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন