
প্রিন্ট: ১৩ মার্চ ২০২৫, ০৯:৪৫ এএম
বিষয়ভিত্তিক পড়াশোনা ও আমাদের দুরবস্থা

মো. আলমগীর হোসেন ভূঁইয়া
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়ভিত্তিক পড়াশোনায় ছাত্রছাত্রীরা আগ্রহ হারিয়ে ফেলছে। এর মূল কারণ বিষয়ভিত্তিক চাকরির ক্ষেত্র সৃষ্টি না হওয়া। সংকটের বিষয় ছাত্রছাত্রীরা এখন ক্লাশের পড়া বাদ দিয়ে চাকরির পড়াশোনায় ব্যস্ত। আর এর ফলে জাতি ধীরে ধীরে মেধাশূন্য হয়ে পড়ছে এবং জ্ঞান, বিজ্ঞানের সবদিক থেকেই পিছিয়ে পড়ছে। এর বিরূপ প্রভাব পড়ছে আমাদের দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এমনকি জাতীয় পর্যায়েও। নতুন নতুন জ্ঞান, নতুন নতুন উদ্ভাবনের হার ধীরে ধীরে কমে যাচ্ছে যার ফলে মুখ থুবড়ে পড়ছে দেশীয় উৎপাদনশীল খাতগুলো। আর দেশীয় পণ্যের বাজার দখল করে নিচ্ছে বিদেশি বহুজাতিক কোম্পানিগুলো এমনকি দেশীয় চাকরির বাজারও বিদেশিদের দখলে চলে যাচ্ছে প্রকৃত যোগ্যতাসম্পন্ন প্রার্থীর অভাবে। বিষয়ভিত্তিক পড়াশোনার কতটা দূরঅবস্থা, এবং এর প্রতি কতটা অনীহা থাকলে শিক্ষার্থীরা এখন ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এবং বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও বিষয়ভিত্তিক পেশা বাদ দিয়ে বিসিএসের দিকে ঝুকছে। এর জন্য বেশ কয়েকটি কারণ দায়ী। এর মধ্যে অন্যতম প্রধান দুটি কারণ হল বিষয়ভিত্তিক পড়াশোনা শেষ করে প্রাপ্ত চাকরিতে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব এবং সামাজিক দৃষ্টিভঙ্গি। কিন্তু এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ভবিষ্যত খুবই সংকটাপূর্ণ। তাই সরকারের উচিত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই যথাযথ ব্যবস্থা নেয়া। বিষয়ভিত্তিক পড়াশোনা ও গবেষণার জন্য শিক্ষার্থীদের আর্থিক সাহায্য সহ সব কিছুতেই পর্যাপ্ত সুযোগসুবিধা নিশ্চিত করা এবং তাদের জন্য নতুন নতুন চাকরির সুযোগ তৈরি করা যাতে অন্যরাও তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে গবেষণার আগ্রহী হয়। আর ছাত্রছাত্রীদের উচিত কোনো বিষয়কে খাটো করে না দেখে যে যেই বিষয়ে পড়াশোনা করছে সেখানেই সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা এবং সেই বিষয়জ্ঞানকে কাজে লাগিয়ে নতুন নতুন উদ্ভাবনে মনোযোগী হওয়া।
লেখক : প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও উপদেষ্টা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব