নওগাঁ সীমান্তে ৭৫ শতাংশ জমি ফিরে পেল বাংলাদেশ

নওগাঁ প্রতিনিধি :
সীমান্ত জটিলতা নিরসনে আগ্রাদ্বিগুন সীমান্তে বুধবার (১২ এপ্রিল) সকাল ১১টায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক শুরু হয়। এ বৈঠকে জমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়।

বৈঠকে দুই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অধিনায়ক পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন।  এছাড়া ভূমি জরিপ সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন, অধিনায়ক ১৪ বিজিবি, নওগাঁ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, বুধবার বৈঠক শেষে বিজিবি ও বিএসএফের সদস্যরা জমি মাপেন। এতে ৭৫ শতাংশ জমি বাংলাদেশের মালিকানাধীন বলে প্রমাণ হয়।

আগ্রাদ্বিগুন সীমান্তে সীমানা ও ৭৫ শতাংশ একটি জমির মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল।

স্থানীয়রা জানান, জমিটি বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে। দীর্ঘদিন ধরে সেখানে বাংলাদেশি চাষিরা চাষাবাদ করে আসছেন। চলতি মৌসুমে চাষাবাদে বাধা দেয় বিএসএফ। দ্বন্দ্ব নিরসনে পতাকা বৈঠক আহ্বান করা হয়।