২৩ মে ২০২৪, ০৯ জৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলকদ ১৪৪৫
`

জাবি ছাত্রলীগের অবাঞ্ছিত সম্পাদক লিটনের পদত্যাগের দাবিতে কালো পতাকা মিছিল

জাবি ছাত্রলীগের অবাঞ্ছিত সম্পাদক লিটনের পদত্যাগের দাবিতে কালো পতাকা মিছিল - ছবি : নয়া দিগন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শাখা ছাত্রলীগের অবাঞ্ছিত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের পদত্যাগের দাবিতে কালো পতাকা মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগের বিদ্রোহী নেতাকর্মীরা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিল শুরু করে প্রধান কয়েকটি সড়ক ঘুরে শহীদ মিনারের প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলের কার্যক্রম শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে লিখিত বক্তব্যে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুজ্জামান শাকিল বলেন, ‘আমরা গত ২৩ জানুয়ারি হাবিবুর রহমান লিটনের বিরুদ্ধে চাঁদাবাজি, ট্রেন্ডারবাজি, জমিদখল, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, মাদক ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং নেতাকর্মীদের সাথে অসদাচরণসহ নানা অপকর্মের প্রেক্ষিতে ক্যাম্পাসে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক তাকে যে দায়িত্ব দেয়া হয়েছে, লিটন সেটিকে কলঙ্কিত করেছে।’

লিখিত বক্তব্যে শাকিল আরো বলেন, ‘কেন্দ্র থেকে তদন্ত চলাকালীন অবস্থায় গত ৩০ জানুয়ারি সিনিয়র নেতা-কর্মীদের সাথে সমন্বয় না করে লিটন যে হল কমিটি গঠন করেছে, সেখানে ত্যাগীদের বঞ্চিত করে বিবাহিত, অছাত্র, বহিষ্কৃত এবং ক্যাম্পাসে যাদের নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, তাদের নিয়ে তড়িঘড়ি করে হল কমিটি গঠন করেছে। এটি ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতিতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। আমরা এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং তার পদত্যাগ দাবি করছি।

এ সময় আরো ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লেলিন মাহবুব ও আরাফাত ইসলাম বিজয়, সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকার, সহ-সভাপতি সাজ্জাদ শোয়াইব চৌধুরী ও ফয়সাল খান রকি এবং অর্থ-সম্পাদক তৌহিদুল আলম তাকিদ প্রমুখ।

এর আগে, গত ২৩ জানুয়ারি দুপুরে লিটনের বিরুদ্ধে অন্য হলের নেতাকর্মীদের খোঁজ না রাখা, হল কমিটি না দেয়া, জমি দখলসহ নানা অভিযোগ তুলে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। অভিযোগের বিষয়টি তদন্ত করার জন্য ২৭ জানুয়ারি রাতে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ১০ দিনের সময় বেঁধে দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। তদন্ত চলমান অবস্থায় ৩১ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ও শেখ রাসেল হল ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন ক্যাম্পাস ছাত্রলীগের দুই শীর্ষ নেতা। এরই পরিপ্রেক্ষিতে ওই দিন রাতে তদন্তাধীন অবস্থায় জ্যেষ্ঠ নেতাদের সাথে সমন্বয় না করে দুই হলের কমিটি ঘোষণা করার প্রতিবাদে ও লিটনকে ক্যাম্পাসছাড়া করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে দেড় ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।


আরো সংবাদ



premium cement
প্রতারণার মামলায় খালাস পেলেন ইভ্যালির রাসেল-শামীমা গড়াই নদী শুকিয়ে খাল : সঙ্কটে কৃষি ও জীব-বৈচিত্র্য শেষ বারের মত ফ্রেঞ্চ ওপেন খেলতে কোর্টে নামছেন নাদাল নির্বাচনী ব্যবস্থা গণতন্ত্রের চাবি কাঠি : ইসি রাশেদা ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে জামায়াতের নায়েবে আমিরের স্বাক্ষর অভ্যন্তরীণ নৌপথের ৮০ শতাংশ শ্রমিক চর্ম-অন্ত্রের রোগে আক্রান্ত : এসসিআরএফ কুমিল্লায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া : যা বলছে যুক্তরাষ্ট্র শুক্রবার রাতের মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’ ভারতে আনার হত্যা : রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদ ক্যাবচালককে ওমরা করলেন ৬৫ বছর বয়সী ভ্যানচালক ফরিদ

সকল