দোকানে বেচাকেনা বৃদ্ধির দোয়া (১০০% কাজ হবে)

আসসালামু আলাইকুম, আপনার দোকানে কিংবা ব্যবসায় কি বেচাকেনা কম হচ্ছে? এবং আপনি কি দোকানে বেচাকেনা বৃদ্ধির দোয়া সম্পর্কে জানতে চান ? তাহলে বন্ধুরা আজকের পোস্ট আপনার জন্য। আপনি যদি আমার আজকের এই দোকানে বেচাকেনা বৃদ্ধির দোয়া এবং দোকানে বেশি বিক্রি হওয়ার আমল টি সঠিকভাবে করেন আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার দোকানে অবশ্যই বেচাকেনা বেড়ে যাবে । 

দোকানে বেচাকেনা বৃদ্ধির দোয়া - দোকানে বেশি বিক্রি হওয়ার আমল

দোকানে বেচাকেনা বৃদ্ধির দোয়া – দোকানে বেশি বিক্রি হওয়ার আমল

আমাদের মধ্যে অনেক ব্যবসায়ী ভাই ও বোন আছে যাদের দোকান আছে এবং সঠিকভাবে দোকান পরিচালনা করার পরেও দোকানে ভালো বেচাকেনা হচ্ছে না । তো আপনি যদি এরকম হয়ে থাকেন এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে দোকানের বেচাকেনা কমে গিয়েছে তাহলে আপনি যদি আজকে এই দোকানে বেচাকেনা বৃদ্ধির দোয়া শিখে নিয়ে এটি নিয়মিত পড়তে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনার দোকানে আল্লাহর রহমতে বেচা কেনা বেড়ে যাবে ।

আল্লাহ তাআলা বলেছেন কখনোই নিরাশ হওয়া যাবে না আমরা যদি সঠিকভাবে পরিশ্রম করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দিকে তাকাবেন এবং অবশ্যই তিনি তার রহমত বর্ষণ করবেন। যদি আপনি সবকিছু ঠিকঠাক মতো পরিচালনা করার পরেও আপনার ব্যবসায় উন্নতি না পান তাহলে বুঝবেন আল্লাহ তায়ালা আপনার জন্য এটা পরীক্ষা রেখেছে তিনি দেখতে চান আপনি আল্লাহর প্রতি কেমন আনুগত্য থাকেন। 

তো এরকম পরীক্ষার মধ্যে যদি আপনি পড়েন এবং যদি আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে দোকানে বেচাকেনা বৃদ্ধির দোয়া এবং দোকানে বেশি বিক্রি হওয়ার আমলগুলো সঠিকভাবে মেনে চলেন তাহলে ইনশাআল্লাহ আপনার দোকানেও আগের থেকে অনেক বেশি বেচাকেনা বেড়ে যাবে ইনশাল্লাহ। চলুন তাহলে নিচে আমার ধাপে ধাপে দোকানে বেচাকেনা বৃদ্ধির দোয়া এবং দোকানে বেশি বিক্রি হওয়ার আমল গুলো জেনে নেই এবং শিখে নেই।

দোকানে বেশি বিক্রি হওয়ার আমল

প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা প্রথমে আমরা দোকানে বেশি বিক্রি হওয়ার আমল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এর পরবর্তী সময়ে আপনাদের সাথে দোকানে বেচাকেনা বৃদ্ধির দোয়া নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ দোয়া তুলে ধরা হবে। তাহলে চলুন প্রথমে আমরা দোকানে বেশি বিক্রি হওয়ার আমল জেনে নেই। 

যদি আমরা চাই যে আল্লাহ তা’আলা আমাদের ওপর বেশি বেশি রহমত বর্ষণ করুক এবং আমাদের ব্যবসায় বরকত দান করুক এবং ব্যবসায় বেচাকেনা বৃদ্ধি করুক তাহলে অবশ্যই আল্লাহর আদেশ এবং নিষেধ গুলো ঠিকভাবে মেনে চলতে হবে। অর্থাৎ আল্লাহ তায়ালা আমাদেরকে যে সকল বিষয়বস্তু করার জন্য নির্দেশ দিয়েছেন সেগুলো ঠিক ভাবে পালন করতে হবে এবং যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে। 

এখানে আরো ভালোভাবে বলতে গেলে বলতে হবে যে আমাদেরকে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না। এর পাশাপাশি আপনি যে ব্যবসা করেছেন অবশ্যই সেই ব্যবসাটি হালাল হতে হবে এবং কাস্টমারদের সাথে প্রতারণা করা যাবে না ওজনে কম দেওয়া যাবে না তাহলে অবশ্যই আমাদের বলা দোকানে বেচাকেনা বৃদ্ধির দোয়াটি কাজ করবে ইনশাআল্লাহ। 

এর পাশাপাশি দোকানে বেশি বিক্রি হওয়ার আমল বলতে গেলে বলতে হবে যে আপনার দোকানে যখন কোন কাস্টমার আসতেছে না তখন অবশ্যই বেশি বেশি দরুদ পাঠ করবেন। যদি আপনি দোকানে থাকাকালীন বেশি বেশি দরুদ পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার দোকানে বেশি কাস্টমার চলে আসবে । এবং সাথে সাথে আপনার দোকানে আল্লাহর রহমত বর্ষিত হবে এবং আপনার ব্যবসা এর উপর বরকত নাযিল হবে। 

এছাড়াও আমরা যদি দোকান খোলার আগে. “”কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা মুরুনা বিল মারুফি অতান হাওনা আনিল মুনকার।”” এই আয়ত অংশটি তেলাওয়াত করি তাহলে ইনশাআল্লাহ সেই দিনের বেচাকেনা অবশ্যই বেড়ে যাবে।  আয়াত অংশটি সূরা আল ইমরান এর -১১০ নম্বর আয়াত।

এই আমলগুলো করার পাশাপাশি কিছু দোকানে বেচাকেনা বৃদ্ধির দোয়া রয়েছে সেগুলো আমরা নিচে বলে দিচ্ছি । সেগুলো সঠিকভাবে পালন করলে আল্লাহর রহমতে আপনার দোকানে বেচাকেনা অবশ্যই বৃদ্ধি পাবে। চলুন তাহলে নিচে আমরা দোকানে বেচাকেনা বৃদ্ধির দোয়া নিয়ে আপনাদের সাথে আলোচনা শুরু করে দেই। 

দোকানে বেচাকেনা বৃদ্ধির দোয়া

সর্বশ্রেষ্ঠ বই কুরআন শরীফ এবং রসূল (স.) হাদীস থেকে আমরা এটা পাই যে আল্লাহ তায়ালা ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন । অর্থাৎ যদি আমরা সঠিক নিয়মে সৎ ভাবে ব্যবসা করি তাহলে আল্লাহ অবশ্যই তাতে বরকত দান করবে কারণ আল্লাহ তা’আলা নিজেই এই ব্যবসাকে হালাল ঘোষণা করেছেন । এর পাশাপাশি যদি আমরা দোকানে বেচাকেনা বৃদ্ধির দোয়া টি আল্লাহর নিকট পৌঁছে দিতে পারি তাহলে ইনশাআল্লাহ আপনার বেচাকেনা আরও বেড়ে যাবে। 

যাই হোক বন্ধুরা, হাদিস থেকে পাওয়া যায় একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোন এক সাহাবী এসে দোকানে বেচাকেনা বৃদ্ধির দোয়া সম্পর্কে জানতে চেয়েছিল । তখন আল্লাহর নবী রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা আল ইমরান এর ৭৩-৭৪ নম্বর আয়াত দোয়া হিসেবে পাঠ করার জন্য নির্দেশ দিয়েছেন। আয়াত অংশটি আমরা নিচে দিয়ে দিয়েছি।

দোকানে বেচাকেনা বৃদ্ধির দোয়া - দোকানে বেশি বিক্রি হওয়ার আমল

এই আয়াত অংশটি যদি আমরা কোন সাদা কাগজে লিখে দোকানের এমন এক জায়গায় রেখে দেই যেখানে কারো চোখ যাবে না তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোকানের বেচাকেনা বাড়িয়ে দেবে।  অর্থাৎ এই আয়াত সাদা কাগজে লিখে আমরা দোকানের কোন এক জায়গায় রেখে দেবো এটাই বিশ্বনবী শিখিয়েছেন। আর হ্যাঁ অবশ্যই এই লেখাটি একজন ভালো আলেমের থেকে লিখে নিবেন এবং কাজটি শুক্রবারে করলে ভালো হয় ।

এছাড়াও বড় আলেম আশরাফী থানভী (র.) এর কাছেও কেউ একজন এই বেচাকেনা কম হওয়ার অভিযোগ করেছিল। তখন তিনিও তাকে উপরের বেচাকেনা বৃদ্ধির দোয়া টি সম্পর্কে বলেছিল । তখন তারা বলেছিল যে এই আয়াত অংশটি আমল এর ফল তাদের দোকানের বেচাকেনা আল্লাহর রহমতে এবং আল্লাহর ইচ্ছায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল। এই আয়াত টি ঝুলিয়ে রাখার পাশাপাশি যদি আমরা দোকানে অবস্থানকালীন সবসময় নবী রসুলের নামে দরুদ পাঠ করতে থাকি তাহলেও ইনশাআল্লাহ আমাদের দোকানের বেচা কিনা বৃদ্ধি পাবে ।

কেননা রসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন – সব সময় আল্লাহ তাআলার ফেরেশতাগণ ঘুরে বেড়ায় যে কে রসুল (স.) এর উপর দরুদ পাঠ করে । কারণ তার উপর দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা দশটি রহমত নাযিল করে দেয়। এছাড়াও আরো একটি দোকানে বেচাকেনা বৃদ্ধির দোয়া আছে যেটা আমরা নিচে দিয়ে দিলাম । 

দোকানে বেচাকেনা বৃদ্ধির দোয়া - দোকানে বেশি বিক্রি হওয়ার আমল

এই দোয়াটিও যদি ঘুমের আগে কেউ সাতবার পাঠ করে ঘুমিয়ে পড়ে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তা’আলা তার বেচাকেনা ক্ষেত্রেও রহমত বর্ষিত করবে। 

পরিশেষে: দোকানে বেচাকেনা বৃদ্ধির দোয়া 

আলহামদুলিল্লাহ আমরা অবশেষে আমাদের আজকের এই দোকানে বেচাকেনা বৃদ্ধির দোয়া এবং দোকানে বেশি বিক্রি হওয়ার আমল সম্পর্কিত পোস্টটি শেষ পর্যন্ত পড়েছি। যারা পোস্টটি এই পর্যন্ত পড়েছেন তাদের সকলকে ধন্যবাদ এবং আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। 

তো আমি পরিশেষে আমি একটা কথাই বলবো যদি আমরা আল্লাহ তাআলার কথাগুলো সঠিকভাবে মেনে চলি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তা’আলা আমাদের প্রত্যেকটা কাজে বরকত দিবে। আর যদি আমরা নামাজ না পড়ি এবং আল্লাহর কথা মেনে না চলি গুনাহের কাজ করি তাহলে কিন্তু হাজার দোয়া পড়েও কোন কাজ হবে না। তাই একটা কথাই বলবো আপনি সৎ ভাবে ব্যবসা করুন, মানুষকে ওজনে কম দিবেন না এবং মানুষের সাথে উত্তম আচরণ করবেন তাহলে অবশ্যই আল্লাহ তায়ালা আপনার ব্যবসায় বরকত দিবে। 

আশা করি সবাই দোকানে বেচাকেনা বৃদ্ধির দোয়া সম্পর্কে অবগত হয়েছেন। আল্লাহ তাআলার ইবাদত করা এবং এই দোয়াগুলো পড়লে আশা করি আপনার দোকানে বেচাকেনা আগের থেকে বহু গুনে বেড়ে যাবে। যদি আপনি আমার বলা দোকানে বেশি বিক্রি হওয়ার আমলগুলো করে কোন লাভ পান তাহলে অবশ্যই পোস্টটি আপনার পরিচিত ব্যবসায়ীদের সাথে শেয়ার করবেন। কারণ আপনি যদি কোন সওয়াবের কাজ আরেকজন কে জানিয়ে দেন তাহলে তার সওয়াবের অংশীদার আপনি ও হবেন তাই অবশ্যই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না । সর্বশেষ আসসালামু আলাইকুম সবাই ভাল থাকবেন। 

আরোও পড়ুনঃ   স্বপ্নে কবরস্থান দেখলে কি হয়

ভালো লাগতে পারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button