Please enable javascript.Chanakya Niti | You will get these 5 things only by luck even after working hard said Chanakya | পরিশ্রম নয়, শুধুমাত্র ভাগ্যের জোরেই মেলে এই ৫ জিনিস! জানাচ্ছেন চাণক্য

Chanakya Niti: যতই পরিশ্রম করুন, শুধুমাত্র ভাগ্যের জোরেই মেলে এই ৫ জিনিস! জানাচ্ছেন চাণক্য

Produced byশ্রমণা গোস্বামী | EiSamay.Com | 12 Apr 2024, 4:14 pm
Subscribe

আচার্য চাণক্য ছিলেন প্রাচীন ভারতের এক প্রসিদ্ধ সর্বশাস্ত্রজ্ঞ পণ্ডিত। তাঁর রচিত চাণক্য নীতিতে জীবনের নানা দিক সম্পর্কে পরামর্শ ও উপদেশ রয়েছে। জেনে নিন চাণক্যের মত অনুসারে কোন কোন জিনিস ভাগ্যের জোর ছাড়া পাওয়া সম্ভব নয়।

Chanakya
জানুন আচার্য চাণক্যের পরামর্শ
মৌর্য যুগের প্রসিদ্ধ পণ্ডিত চাণক্য কৌটিল্য বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন। তিনি ছিলেন একাধারে অর্থনীতিবিদ, দার্শনিক, কূটনীতিবিদ ও শিক্ষক। তিনি অর্থশাস্ত্র ও চাণক্য নীতি গ্রন্থ রচনা করেছিলেন। প্রথম মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তকে সাধারণ অবস্থা থেরে ক্ষমতার শিখরে নিয়ে গিয়েছিলেন তিনি। প্রখর বাস্তববাদী চাণক্য জীবনের নানা দিক সম্পর্কে অনেক পরামর্শ দিয়ে গিয়েছেন। এত বছর পরেও সেই সব পরামর্শ আজও আমাদের জীবনে কার্যকরী। আজ আমরা দেখে নেব চাণক্যের দেওয়া এমনই কিছু উপদেশ।

চাণক্যের পরামর্শ

চাণক্য বলেছেন যে এমন কিছু কিছু বিষয় আছে, যা সৌভাগ্য ছাড়া অর্জন করা সম্ভব নয়। যতই পরিশ্রম করা হোক বা যতই চেষ্টা করা হোক ভাগ্যের জোর ছাড়া এগুলি লাভ করা সম্ভব নয় কারোর পক্ষে। চাণক্য বলেন যখন কোনও শিশু মাতৃগর্ভে বড় হয়ে ওঠে তখন তাঁর ভাগ্যে পাঁচটি জিনিস লেখা থাকে।
Chanakya Niti: জীবনে প্রচুর সাফল্য পান এই মানুষরা, শত্রুকেও বন্ধুতে পরিণত করেন তিনি! জানাচ্ছেন চাণক্য

আয়ু

চাণক্য জানিয়েছেন যে মানুষের আয়ু তার জন্মের সময়ই নির্ধারিত হয়ে যায়। মাতৃগর্ভে থাকাকালীন ঠিক হয়ে যায় শিশুটি কতদিন এই পৃথিবীতে কাটাবে। দীর্ঘায়ু কারোর পক্ষেই নিজে থেকে অর্জন করা সম্ভব নয়। যে ভাগ্যে যতটা আয়ু নিয়ে আসে, ঠিক ততদিনই এই পৃথিবীতে থাকতে পারে। এই দুনিয়ার কারোর পক্ষেই নিজের আয়ু কমানো বা বাড়ানো সম্ভব নয়।

নিয়তি

চাণক্য আরও বলেছেন যে কোনও মানুষ যে কাজই করুন না কেন, তার নিয়তি কী হবে, তা আগে থেকেই নির্ধারিত থাকে। হাজার পরিশ্রম করেও নিজের নিয়তি বদলানো যায় না। আমরা প্রত্যেকেই নিজেদের নিয়তি সঙ্গে নিয়েই জন্মায়। কারোর নিয়তিতে যদি সৌভাগ্য ও সাফল্য থাকে, তবেই সেগুলি ও ব্যক্তি পেতে পারে।

শিক্ষা

শিক্ষাও হল এমন একটি বিষয় যা ভাগ্য ছাড়া সঠিক ভাবে অর্জন করা যায় না। ভাগ্যে যদি শিক্ষালাভ না থাকে, তাহলে জোর করে বা টাকা খরচ করেই প্রকৃত শিক্ষা লাভ করা যায় না। কারণ শিক্ষা মানে তা শুধু ডিগ্রিগত শিক্ষা নয়, শিক্ষা হল ভেতরের শিক্ষা। টাকা ছড়ালেই সেই শিক্ষা অর্জন করা যায় না।

স্বাস্থ্য

সুস্বাস্থ্য প্রত্যেক মানুষের জন্যই জরুরি। স্বাস্থ্য যদি ভালো না থাকে, তাহলে জীবনে ভালো ভাবে বাঁচাই সম্ভব নয়। কিন্তু স্বাস্থ্য কেমন থাকবে তা আমাদের ভাগ্য নির্ধারণ করে।
শ্রমণা গোস্বামী
শ্রমণা গোস্বামী এর বিষয়ে
শ্রমণা গোস্বামী
"শ্রমণা গোস্বামী ১৫ বছরেরও বেশি সময় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। বৈদ্যুতিন মিডিয়ায় প্রথম কেরিয়ার শুরু করেন তিনি। নিউজ ও নন-নিউজ, উভয় ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন শ্রমণা। বিভিন্ন বিষয়কে সবার কাছে সহজ সরল ও যুক্তিগ্রাহ্য ভাবে তুলে ধরে মিডিয়া জগতের একজন পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি। নিজের বর্তমান সেকশনে প্রায় তিন বছর ধরে কাজ করছেন শ্রমণা। নিজের গণ্ডীর বাইরে বেরিয়ে নতুন কিছু করে দেখানোর তাগিদ সব সময় কাজ করে তাঁর মধ্যে। মানুষকে গল্প শোনানো ও নতুন নতুন বিষয় জানানোর প্রতি তাঁর আগ্রহ শ্রমণাকে তাঁর কাজের প্রতি আরও যত্নশীল ও নিখুঁত করে তুলেছে। নিজের পেশাগত জীবনের বাইরে শ্রমণার নেশা বই পড়া। নানা ধরনের বই পড়ার পাশাপাশি হালফিলের ওয়েব সিরিজ দেখেও অবসর সময় কাটাতে ভালোবাসেন তিনি। নানা বিষয়ের প্রতি আগ্রহই তাঁর সৃজনশীলতাকে সজীব করে রাখে সব সময়। নিজের কাজ ও জীবনধারার প্রতি স্বচ্ছ ও তাজা দৃষ্টিভঙ্গী রাখেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী অধিকারী মিডিয়া প্রফেশনাল শ্রমণা গোস্বামী নিজের কাজের প্রতি যত্নশীল ও দায়িত্ববান। "... Read More
মন্তব্য করুন

পরের খবর

Astrologyসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল